Tuesday, August 20, 2019

দাম্পত্য জীবনে সুখের মাধ্যম হলো একজন ধৈর্য্যশীল সঙ্গী

দাম্পত্য জীবনে সুখের মাধ্যম হলো একজন ধৈর্য্যশীল সঙ্গী। 

দাম্পত্য জীবন বড়ই কন্টকাকীর্ণ। এতে রয়েছে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না, বিপদাপদ, রাগ, সহনশীলতা ইত্যাদি। 
.
স্বামীর সংসারের সকল দুঃখ-কষ্ট, বেদনাদায়ক কথা-বার্তা, বিপদাপদ যে নারী ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে পারে, আর বলে- 
إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ ٢:١٥٣.
“নিশ্চয় আল্লহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।” (বাকারাহ ২ঃ২০৩)
ফলে দুঃখ পেলে ধৈর্য্য ধরব, সুখ পেলে সবার মাঝে বিলিয়ে দেব। 
ধৈর্যশীল নারীই পারেন একটি পরিবারকে সৌন্দর্য্যমন্ডিত করতে।
স্বামী-স্ত্রী উভয়কেই দাম্পত্য জীবনে ধৈর্য্যশীলতার অনুশীলন করতে হবে। 
তবেই দাম্পত্যে নেমে আসবে অনাবিল শান্তি এবং পরকালে তাদের জন্য রয়েছে ধৈর্য্যশীলতার বিনিময়ে জান্নাত। 
আল্লহ তা’আলা বলেন, 
“... তাদের ধৈর্য-এর বিনিময়ে দেবেন জান্নাত ও রেশমী পোষাক” (সূরা দাহর ৭৬ঃ১২)
আল্লহ আমাদের সকলকে ধৈর্য্যশীলতার নেয়ামত দান করুন।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...