#স্ত্রী_আল্লহর_এক_বিশেষ_নিয়ামত ♥
দাম্পত্য জীবন: স্ত্রীর জ্বালা-যন্ত্রণা সহ্য হয় না!
.
নারীদেরকে বানানো হয়েছে পাঁজরের হাঁড় থেকে। পাঁজরের হাঁড়গুলো বাঁকা হয়। তাই নারীদের মাঝে একটু অন্যরকম ভাব থাকা স্বাভাবিক। যদি এ বাঁকা হাঁড়কে একেবারে সোজা করে ফেলার কেউ ইচ্ছা করে, তবে সে ইচ্ছা শুধু বিফলই হবে না, বরং হাঁড়টাই ভেঙ্গে যাবে। [০১] নারীদের পক্ষ থেকে মাঝে মাঝে কিছু জালা-যন্ত্রণা আসবেই। এসময়ে ধৈর্য ধারণ করতে হবে। নারীরা এমনই। এমন বৈশিষ্ট্যই নারীদের আরো মুগ্ধকর করে তোলে নিঃসন্দেহে।
.
‘একবারের ঘটনা। রসূল স. ও হযরত আয়েশা রঃ-এর মধ্যে বাদানুবাদ ঘটল একটি বিষয়ে। এক সময় আবু বকর রা. আসলেন তাদের মাঝে মীমাংসা করার জন্য। তখন রসূল স. আয়েশা রঃ কে বললেন: তুমি আগে বলবে না আমি বলবো? আয়েশা রঃ বললেন: আপনিই বলুন। তবে সত্য ছাড়া কিছু বলবেন না কিন্তু। এ কথা শুনে আবু বকর রা. আয়েশা রঃ কে এক চড় মারলেন। এবং বললেন: হে নিজের প্রতি সীমালঙ্ঘনকারী আয়েশা! আল্লহর রসূল স. কি কখনো সত্য ছাড়া কিছু বলেন? এ সময় আয়েশা রঃ রসূল স. এর পেছনে গিয়ে লুকিয়ে পড়েন। রসূল সঃ তখন আবু বকর রঃ কে বললেন, আমি আপনাকে এজন্য ডাকিনি। আর আপনার কাছে এমন আচরণও প্রত্যাশা করিনি।’’ [০২]
.
স্বামী স্ত্রীর মাঝে খোঁচাখুঁচি হবে, বাদানুবাদ হবে; সেখানে স্বামী কখনো অপরাধী, কখনো স্ত্রী অপরাধী। তবে স্বামী বেচারা মনে হয় অধিকাংশ সময়ই অপরাধী হিসেবে ধরা দেবে স্ত্রীর নিকটে। বাদানুবাদের সময়টিতে যদি স্বামী স্ত্রীকে হাসিয়ে দিতে পারে তবে কেল্লা ফতেহ। বাদানুবাদ এক নিমেশে কাবার।
.
বোধ করি, স্ত্রীর রাগ দমানোর জন্য স্বামীকে সবসময়ই প্রস্তুত থাকা দরকার । স্ত্রী কখন রাগ করে, কখন খুশি হয়, এসবতো তাদের আচার আচরণেই ফুটে ওঠে। হাদীসে রসূলের মাঝে এ ব্যাপারে একটা প্রকৃষ্ট উদাহরণ এরকম,
রসূল সঃ আয়েশা রঃ কে বলতেন, তুমি যদিও তোমার চাল-চলনে প্রকাশ করো না, কিন্তু তুমি কখন আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন আমার উপর রাগান্বিত থাকো, আমি সবই বুঝতে পারি। আয়েশা রঃ জিজ্ঞেস করলেন, কীভাবে? রসূল সঃ উত্তর করলেন: যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন বলো, মুহাম্মাদের প্রভুর শপথ। আর যখন রেগে থাকো, তখন বলো: ইবরাহীমের (আ.) এর প্রভুর শপথ। আম্মাজান আয়েশা রঃ বললেন: হাঁ। আমি শুধু আপনার নামটাই উচ্চারণ করা বাকি রাখি। কিন্তু আমার অন্তরে আপনার ভালোবাসা জেগে থাকে।’’ [০৩]
...................................
০১. আত-তাজুল জামে’ লিল উসূল: ২/৩১৫; হাদীসের দুটি ছত্রের ভাব তুলে ধরা হয়েছে পোস্টের এ অংশে।
০২.ইহইয়াউ উ’লুমিদ্দীন: ২/৪৩
০৩.বুখারী, কিতাবুল আদাব
দাম্পত্য জীবন: স্ত্রীর জ্বালা-যন্ত্রণা সহ্য হয় না!
.
নারীদেরকে বানানো হয়েছে পাঁজরের হাঁড় থেকে। পাঁজরের হাঁড়গুলো বাঁকা হয়। তাই নারীদের মাঝে একটু অন্যরকম ভাব থাকা স্বাভাবিক। যদি এ বাঁকা হাঁড়কে একেবারে সোজা করে ফেলার কেউ ইচ্ছা করে, তবে সে ইচ্ছা শুধু বিফলই হবে না, বরং হাঁড়টাই ভেঙ্গে যাবে। [০১] নারীদের পক্ষ থেকে মাঝে মাঝে কিছু জালা-যন্ত্রণা আসবেই। এসময়ে ধৈর্য ধারণ করতে হবে। নারীরা এমনই। এমন বৈশিষ্ট্যই নারীদের আরো মুগ্ধকর করে তোলে নিঃসন্দেহে।
.
‘একবারের ঘটনা। রসূল স. ও হযরত আয়েশা রঃ-এর মধ্যে বাদানুবাদ ঘটল একটি বিষয়ে। এক সময় আবু বকর রা. আসলেন তাদের মাঝে মীমাংসা করার জন্য। তখন রসূল স. আয়েশা রঃ কে বললেন: তুমি আগে বলবে না আমি বলবো? আয়েশা রঃ বললেন: আপনিই বলুন। তবে সত্য ছাড়া কিছু বলবেন না কিন্তু। এ কথা শুনে আবু বকর রা. আয়েশা রঃ কে এক চড় মারলেন। এবং বললেন: হে নিজের প্রতি সীমালঙ্ঘনকারী আয়েশা! আল্লহর রসূল স. কি কখনো সত্য ছাড়া কিছু বলেন? এ সময় আয়েশা রঃ রসূল স. এর পেছনে গিয়ে লুকিয়ে পড়েন। রসূল সঃ তখন আবু বকর রঃ কে বললেন, আমি আপনাকে এজন্য ডাকিনি। আর আপনার কাছে এমন আচরণও প্রত্যাশা করিনি।’’ [০২]
.
স্বামী স্ত্রীর মাঝে খোঁচাখুঁচি হবে, বাদানুবাদ হবে; সেখানে স্বামী কখনো অপরাধী, কখনো স্ত্রী অপরাধী। তবে স্বামী বেচারা মনে হয় অধিকাংশ সময়ই অপরাধী হিসেবে ধরা দেবে স্ত্রীর নিকটে। বাদানুবাদের সময়টিতে যদি স্বামী স্ত্রীকে হাসিয়ে দিতে পারে তবে কেল্লা ফতেহ। বাদানুবাদ এক নিমেশে কাবার।
.
বোধ করি, স্ত্রীর রাগ দমানোর জন্য স্বামীকে সবসময়ই প্রস্তুত থাকা দরকার । স্ত্রী কখন রাগ করে, কখন খুশি হয়, এসবতো তাদের আচার আচরণেই ফুটে ওঠে। হাদীসে রসূলের মাঝে এ ব্যাপারে একটা প্রকৃষ্ট উদাহরণ এরকম,
রসূল সঃ আয়েশা রঃ কে বলতেন, তুমি যদিও তোমার চাল-চলনে প্রকাশ করো না, কিন্তু তুমি কখন আমার প্রতি সন্তুষ্ট থাকো আর কখন আমার উপর রাগান্বিত থাকো, আমি সবই বুঝতে পারি। আয়েশা রঃ জিজ্ঞেস করলেন, কীভাবে? রসূল সঃ উত্তর করলেন: যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন বলো, মুহাম্মাদের প্রভুর শপথ। আর যখন রেগে থাকো, তখন বলো: ইবরাহীমের (আ.) এর প্রভুর শপথ। আম্মাজান আয়েশা রঃ বললেন: হাঁ। আমি শুধু আপনার নামটাই উচ্চারণ করা বাকি রাখি। কিন্তু আমার অন্তরে আপনার ভালোবাসা জেগে থাকে।’’ [০৩]
...................................
০১. আত-তাজুল জামে’ লিল উসূল: ২/৩১৫; হাদীসের দুটি ছত্রের ভাব তুলে ধরা হয়েছে পোস্টের এ অংশে।
০২.ইহইয়াউ উ’লুমিদ্দীন: ২/৪৩
০৩.বুখারী, কিতাবুল আদাব
No comments:
Post a Comment