Tuesday, August 20, 2019

স্বামী স্ত্রী একে অপরের চোখে উত্তম হতে চাইলে করনীয় কি

★উত্তম স্ত্রী যিনি জীবনে পাবেন, তিনি একজন ভাগ্যবান পুরুষ।
★তেমনি একজন স্ত্রীর কাছে যিনি ভালো স্বামী তিনিই প্রকৃত উত্তম চরিত্রের মানুষ।
জীবনযুদ্ধে একজন সফল সৈনিকের পাশে তার সুযোগ্য সহযোদ্ধা, সহযাত্রী, বন্ধু হিসেবে থাকবে তার স্ত্রী। তাই ইসলামে আছে সৎ এবং চরিত্রবান স্ত্রী একজন পুরুষের জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। দুনিয়াতে ও আখিরাতের জাহান্নাম ও জান্নাত এই সম্পর্কের উপরে নির্ভর করে।
সবরের চেয়ে উত্তম শান্তির নেয়ামত আর কিছুতেই নেই। ধৈর্যশীল ব্যক্তিদের মহান আল্লহ মহা পুরস্কার দিবেন।
মহান আল্লহ বলেন, "হে মুমিনগণ! ধৈর্য অবলম্বন কর, দৃঢ়তা প্রদর্শন কর, নিজেদের প্রতিরক্ষা কল্পে পারস্পরিক বন্ধন মজবূত কর এবং আল্লাকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
"[আল - ইমরান, আয়াতঃ ২০০],
"ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অগনিত দেওয়া হয়ে থাকে।"[সূরা-আলঃ যুমার, আয়াতঃ ১০]
তিনি আরো বলেন, "আর যে ব্যক্তি (অত্যাচারিত হওয়ার পরও) ধৈর্যধারণ করে ও ক্ষমা করে দেয়, তা অবশ্যই দৃঢ়চিত্ততার কাজ।"[সূরাঃ আশ-শূরা, আয়াতঃ ৪৩]
> রসূল (সঃ) আরো বলেন, "মুমিন ব্যক্তির কাজ-কর্ম অবলোকন করলে খুব আশ্চর্য লাগে। কেননা, তার সমস্ত কাজ তার জন্য কল্যাণকর। আর এটি হয়ে থাকে শুধু মুমিনদের জন্য, অন্যের জন্য নয়। যখন সে কল্যাণকর কিছু লাভ করে তখন সে (আল্লহর) শুকরিয়া আদায় করে, তা তার জন্য কল্যাণকর হয়। আর যখন কোন বিপদে পতিত হয় তখন সে ধৈর্যধারণ করে। সেটাও তার জন্য কল্যাণকর হয়।"[মুসলিম শরীফ]
"ধৈর্য্যের চেয়ে উত্তম ও ব্যাপকতর কল্যান কাউকে প্রদান করা হয়নি"[বুখারী-১৪৬৯]

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...