কুরবানীর গোশত ফ্রিজে রেখে কতদিন পর্যন্ত খাওয়া যাবে? অনেকেই বলে তিন দিনের বেশি কুরবানীর গোশত খাওয়া যাবে না, সত্যতা সম্পর্কে জানতে চাই?
জবাবে বলা যায় যে, নবী কারীম (সাঃ) তিন দিনের বেশি কুরবানীর গোশত রাখতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে নবীজি (সাঃ) বলেছেন, তোমাদের যে লোক কুরবানী করেছে, সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে, তার ঘরে কুরবানীর গোশত কিছু থেকে যায়। পরবর্তী বছর আসলে, সহাবীগণ বললেনঃ হে আল্লাহর রাসূল! আমরা কি তেমন করব, যেমন গত বছর করেছিলাম? তখন তিনি বললেনঃ তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখ, কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অনটন। তাই আমি চেয়েছিলাম, তোমরা তাতে সহযোগিতা কর। (বুখারী ৫৫৬৯, মুসলিম)
সুতরাং কুরবানীর গোশত ফ্রিজে রেখে তা যতদিন ইচ্ছা খাওয়া যাবে কোনো সমস্যা নাই। তবে গতকালের পোস্টে যে তিন ভাগে ভাগ করার কথা উল্লেখ করা হয়েছে তা অনুসরণ করা উত্তম। তারপর সারাবছর ফ্রিজে হোক যা যেভাবে হোক জমা রেখে খাওয়া যাবে তাতে শরীয়তে কোনো ধরনের বাঁধা নিষেধ নাই।
জবাবে বলা যায় যে, নবী কারীম (সাঃ) তিন দিনের বেশি কুরবানীর গোশত রাখতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে নবীজি (সাঃ) বলেছেন, তোমাদের যে লোক কুরবানী করেছে, সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে, তার ঘরে কুরবানীর গোশত কিছু থেকে যায়। পরবর্তী বছর আসলে, সহাবীগণ বললেনঃ হে আল্লাহর রাসূল! আমরা কি তেমন করব, যেমন গত বছর করেছিলাম? তখন তিনি বললেনঃ তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখ, কারণ গত বছর মানুষের মধ্যে ছিল অনটন। তাই আমি চেয়েছিলাম, তোমরা তাতে সহযোগিতা কর। (বুখারী ৫৫৬৯, মুসলিম)
সুতরাং কুরবানীর গোশত ফ্রিজে রেখে তা যতদিন ইচ্ছা খাওয়া যাবে কোনো সমস্যা নাই। তবে গতকালের পোস্টে যে তিন ভাগে ভাগ করার কথা উল্লেখ করা হয়েছে তা অনুসরণ করা উত্তম। তারপর সারাবছর ফ্রিজে হোক যা যেভাবে হোক জমা রেখে খাওয়া যাবে তাতে শরীয়তে কোনো ধরনের বাঁধা নিষেধ নাই।
No comments:
Post a Comment