প্রশ্ন: খাসি করা ছাগল দিয়ে কুরবানি দেয়া যাবে কি?
উত্তরঃউট, গরু বা মহিষ, ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানী দিতে হবে।
রাসূলুল্লাহ (ﷺ) সাধারণত কাটান দেওয়া বা খাসী করা পুরুষ মেষ, ভেড়া বা দুম্বা কুরবানী দিতেন:
রাসূলুল্লাহ (ﷺ) যখন কুরবানী দেওয়ার ইচ্ছা করতেন তখন দুটি বিশাল বড় সাইযের সুন্দর দেখতে খাসী করা বা কাটান দেওয়া পুরুষ মেষ বা ভেড়া ক্রয় করতেন। তাঁর উম্মাতের যারা তাওহীদের ও তাঁর রিসালাতের সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকে একটি কুরবানী করতেন এবং অন্যটি মুহাম্মাদ (ﷺ) ও মুহাম্মাদে (ﷺ)-এর পরিবারের পক্ষ থেকে কুরবানী করতেন।”
(আবূ দাউদ ৩/৯৫; ইবনু মাজাহ ২/১০৪৩; আহমদ, আল-মুসনাদ ৬/২২০; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ৪/২১। হাদীসটি হাসান।)

No comments:
Post a Comment