প্রশ্ন- কুরবানি করার সময় ৭ নাম দেয়ার প্রথা কি সঠিক?
উত্তর-আপনি যেই কুরবানী করবেন সেটা একটি উট হোক বা গরু বা ছাগল বা গরু ও উটের কোনো অংশ সেটা আপনি নিজ ও আপনার পরিবারের সকলের পক্ষ থেকে দিবেন। নবী (সাঃ) ছাগল কুরবানী দেয়ার সময় এমনই করতেন। তিনি পরিবারের সকলের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন কুরবানী দিতেন না।
মানুষ মনে করে যতটা নাম দিলাম ততজনের পক্ষে কুরবানী হবে বাকীরা সওয়াব পাবে না। অথচ যে গার্জিয়ান হবে সে যা কুরবানী করবে তাতে বিশেষ নাম দিবে না; বরং সে নিয়ত করবে সেই কুরবানীটা তার ও তার পরিবারের সকলের পক্ষ থেকে, তা একটি ছাগলও হতে পারে। ছাগল এক জনের পক্ষ থেকে হয় এটা ভুল ধারণা। বরং এতে কুরবানিদাতার পরিবারের সকলেই সাওয়াবে শরীক হয়ে যাবে।
---শাইখ আব্দুর রাকিব বুখারী
মানুষ মনে করে যতটা নাম দিলাম ততজনের পক্ষে কুরবানী হবে বাকীরা সওয়াব পাবে না। অথচ যে গার্জিয়ান হবে সে যা কুরবানী করবে তাতে বিশেষ নাম দিবে না; বরং সে নিয়ত করবে সেই কুরবানীটা তার ও তার পরিবারের সকলের পক্ষ থেকে, তা একটি ছাগলও হতে পারে। ছাগল এক জনের পক্ষ থেকে হয় এটা ভুল ধারণা। বরং এতে কুরবানিদাতার পরিবারের সকলেই সাওয়াবে শরীক হয়ে যাবে।
---শাইখ আব্দুর রাকিব বুখারী

No comments:
Post a Comment