প্রসিদ্ধ কিছু কিতাবের পরিচিতঃ
(১)বুখারী
পুর্ননামঃ- আল জামিউল মুসনাদ আছ ছহীহ আল মুখতাছার মিন উমূরী রসুলিল্লাহ ও সুনানিহি ও আইয়ামিহি,,,,এর প্রসিদ্ধ ও সংক্ষিপ্ত নাম হচ্ছে ছহীহ বুখারী
লেখকের নামঃ- আমিরুল মুমিনীন ফিল হাদীস আবু আব্দিল্লাহ মুহাম্মাদ ইবনু ঈসমাঈল আল বুখারী
হাদীস সংখ্যাঃ- ছহিহ বুখারীতে পুনরাবৃত্তি হাদীস ছাড়া ২৭৬১টি হাদীস আছে,,আর পুনরাবৃত্তি সহ হাদীস সংখ্যা ৭০০০
(২) মুসলিমঃ-
পুর্ননামঃ- আল মুসনাদ আছ ছহীহ,,,সংক্ষিপ্ত ও প্রসিদ্ধ নাম ছহিহ মুসলিম
লেখকের নামঃ- ইমাম হাফেজ আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরী আন নিশাপুরী
হাদীস সংখ্যাঃ- পুনরাবৃত্তি ছাড়া প্রায় ৪০০০ হাজার
(৩) সুনানে আবুদাউদ
পুর্ননামঃ- কিতাবুস সুনান
লেখকের নামঃ- ইমাম আবু দাউদ সুলায়মান ইবনু আশআছ আস সিজিস্তানী
হাদীস সংখ্যাঃ- ৫২৭৬টি
(৪) নাসাঈ
পুর্ননামঃ- আস সুনানুল কুবরা,, সংক্ষিপ্ত নাম হচ্ছে আল মুজত্ববা
লেখকের নামঃ- ইমাম আব্দির রহমান আহমদ ইবনু শু' আইব ইবনু আলী আন নাসাঈ
হাদীস সংখ্যাঃ-৫৭৭৬টি
(৫) তিরমিজী
পুর্ননামঃ- আল জামে
লেখকের নামঃ- আবু ঈসা মুহাম্মদ ইবনু ঈসা ইবনু সাওরা আত তিরমিজী
হাদীসের সংখ্যাঃ-৪৪১৫ টি
(৬) ইবনু মাজাহ
পুর্ননামঃ- আস সুনান
লেখকের নামঃ- আবু আব্দিল্লাহ মুহাম্মদ ইবনু ইয়াজিদ ইবনু মাজাহ
হাদীস সংখ্যাঃ-৪৪৮৫ টি
এ হচ্ছে কুতুবের ছিত্তার পরিচিতি
No comments:
Post a Comment