যদি কেউ ইচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে তার সিয়াম হবে?
অনিচ্ছা সত্ত্বেও বমি হলে সিয়ামের বিধান কি?
জবাবে বলা যায় যে, নবী কারীম (সাঃ) বলেছেন, যে ব্যক্তির সিয়াম অবস্থায় অনিচ্ছায় বমি হবে তার সিয়াম করতে হবে না। আর যে ব্যক্তি গলার ভিতর আঙ্গুল বা অন্য কিছু ঢুকিয়ে দিয়ে ইচ্ছাকৃত বমি করবে তাকে কাযা আদায় করতে হবে। (আবূ দাঊদ ২৩৮০, তিরমিযী ৭১৮, ইবনু মাজাহ ১৬৭৬, মিশকাত ২০০৭)
ইমাম শাফি‘ঈ আহমাদ, মালিক ও ইসহাকসহ জমহূর আলিমদের অভিমত হলো, অনিচ্ছাকৃত বমি দ্বারা সিয়াম ভঙ্গ হয় না। পক্ষান্তরে ইচ্ছাকৃতভাবে বমি করলে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। কেননা নবীজি (সাঃ) তাকে উক্ত সিয়াম বা রোযা কাযা করতে বলেছেন।
No comments:
Post a Comment