Sunday, May 12, 2019

হাদিসের প্রকারভেদ

(১) হাদীসঃ- হাদীস এর শাব্দিক অর্থ নতুন,,প্রাচীন ও পুরাতন এর বীপরীত বিষয়,,এ অর্থে যেসব কথা, কাজ ও বস্তুু পূর্বে ছিলোনা,,এখন অস্তিত্ব লাভ করেছে তাই হাদীস,এর আরেক অর্থ হলো কথা
## হাদীসের সংজ্ঞাঃ-- নবী( সাঃ) কথা,কাজ,,সম্মতিকে হাদীস বলে,,উক্ত সংজ্ঞা অনুযায়ী হাদীস তিন প্রকারঃ-
(১) কওলি হাদীস
(২) ফে' লী হাদীস
(৩) তাক্বরীরি হাদীস
(২) সুন্নাহঃ- হাদীসের অপর নাম সুন্নাহ,,সুন্নাহ শব্দের অর্থঃ- চলার পথ,,কর্মের নীতি ও পদ্ধতি,
## সুন্নতের সংজ্ঞাঃ- যে প্রন্হা ও রীতি নবী( সাঃ) অবলম্বন করতেন তাকে সুন্নাত বলা হয়,,অন্য কথায়,রসুল(সাঃ) এর প্রচারিত উচ্চতম আর্দশই সুন্নাত
(৩) খবরঃ- হাদীসকে আরবী ভাষায় খবরও বলা হয়,,তবে খবর শব্দটি হাদীসও ইতিহাস উভয়টিকে বুজায়
(৪) আছারঃ- আছার শব্দটিও কখনও কখনও রসুল( সাঃ) এর হাদীসকে নির্দেশ করে,,কিন্তু অনেকেই হাদীস ও আছার এর মধ্যে কিছু পার্থক্য করে থাকেন,,তাদের মতে ছাহাবীগন থেকে শরীআত সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে তাকে আছার বলে
(৫) সানাদঃ- সাদ পর্যন্ত পৌছার জন্য যেমন সিড়ি লাগে,,তেমনি রসুল( সাঃ) এর হাদীস পর্যন্ত পৌছার জন্য মানব সিড়ি লাগে,,মানুষের এই সিড়িকেই মুলত সানাদ বলা হয়
## সানাদ ২ প্রকারঃ-(১) আলী বা উচু সনদ
(২) নাযিল বা নীচু সনদ
## সনদ শেষ পর্যন্ত পৌছার দিক দিয়ে হাদীস তিন প্রকার(১) মারফু (২) মাওকুফ(৩) মাক্বতু
(৬) মাতনঃ- মানব সিড়ির উপর ভিত্তি করে,,আমরা যে সংবাদ পাই তাকে মাতন বা মুল টেক্স বলে
(৭)গ্রহনযোগ্য হাদীস ৪ প্রকারঃ-
(১) ছহিহ লিযাতিহী
(২) হাসান লিযাতিহী
(৩) ছহিহ লি গইরীহি
(৪) হাসান লি গইরীহি
(৮) হাদীস গ্রন্হের প্রকারভেদঃ- হাদীসের কিতাবগুলো প্রায় ১২ টি ভাগে বিভক্তিঃ-(১) জামে(২)সুনান(৩) মুছান্নাফ(৪) মুস্তাদরাক(৫) মুস্তাখরাজ(৬) মুসনাদ(৭) মুজাম(৮) যাওয়ায়েদ(৯) জুয(১০) ইলাল(১১) তাখরীজ(১২) আত্বরাফ
ইলমে হাদীসের কতিপয় পরিভাষাঃ-
(১) ছাহাবীঃ- যিনি ঈমানের সঙ্গে রসুল( সাঃ) এর সাহচর্য লাভ করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন,তাকে রসুল( সাঃ) এর ছাহাবি বলা হয়
(২) তাবেঈঃ- যিনি রসুল( সাঃ) এর কোন ছাহাবির নিকট হাদীস শিক্ষা করেছেন,,অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরন করেছেন তাকেই তাবেঈ বলা হয়
(৩) তাবে - তাবেঈঃ-যিনি কোন তাবেঈ এর নিকট হাদীস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন,এবং মুসলমান হিসেবে মৃত্যুবরন করেছেন তাকে তাবে- তাবেঈ বলা হয়
(৪) মুহাদ্দীসঃ- যিনি হাদীস চর্চা করেন,,এবং বহু সংখ্যক হাদীসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলা হয়
(৫) শাইখঃ- হাদীসের শিক্ষাদাতা রাবীকে শাইখ বলা হয়
(৬) শাইখানঃ- ছাহাবীদের মধ্যে আবু বকর( রাঃ) ও উমর( রাঃ) কে একত্রে শাইখান বলা হয়,,কিন্তু হাদীসশাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম( রহঃ) কে একত্রে শাইখান বলা হয়,,আর ফিকহ এর পরিভাষায় আবু হানিফা ও আবু ইউসুফ( রহঃ) কে একত্রে শাইখান বলা হয়
(৭) হাফিজঃ- যিনি সনদ ও মতনের বৃত্তান্তসহ ১ লক্ষ হাদীস আয়ত্ব করেছেন তাকে হাফিয বলা হয়
(৮) হুজ্জাতঃ- অনুরুপভাবে যিনি ৩ লক্ষ হাদীস আয়ত্ব করেছেন তাকে হুজ্জাত বলা হয়
(৯) হাকিমঃ- যিনি সব হাদীস আয়ত্ব করেছেন তাকে হাকিম বলা হয়
(১০) রিজালঃ- যে শাস্ত্রে রাবীগনের জীবনি বর্ননা করা হয়েছে তাকে আসমাউর রিজাল বলে
(১১) রিওয়ায়াতঃ- হাদীস বর্ননা করাকে রিওয়ায়াত বলে,,কখনও কখনও মুল হাদীসকেও রিওয়ায়াত বলা হয়
(১২) মারফুঃ- যে হাদীসের সনদ( বর্ননা পরম্পরা) রসুল( সাঃ) পর্যন্ত পৌছেছে তাকে মারফু হাদীস বলে
(১৩) মাওকুফঃ- যে হাদীসের সনদ( বর্ননা পরম্পরায়) ছাহাবী পর্যন্ত পৌছাছে তাকে মাওকুফ হাদীস বলে,,এর অপর নাম আছার
(১৪) মাকতুঃ- যে হাদীসের সনদ কোন তাবেঈ পর্যন্ত পৌছাছে তাকে মাকতু হাদীস বলে
(১৫) তালীকঃ- কোন কোন গ্রন্হকার পুর্ন সনদ বাদ দিয়ে কেবল মুল হাদীস বর্ননা করেছেন,,এরুপ করাকে তালীক বলে
(১৬) মুদাল্লাসঃ- যে হাদীসের রাবী নিজের প্রকৃত শায়খের নাম উল্লেখ না করে,তার উপরস্হ শায়েখের নামে হাদীস বর্ননা করেছেন,,যাতে মনে হয়,,তিনি নিজেই উপরস্হ শায়খের নিকট তা শুনেছেন,,অথচ তিনি তার নিকট হতে শুনেননি,সে হাদীসকে মুদাল্লাস হাদীস বলে,এরুপ করাকে তাদলীস বলে,যিনি করেন তাকে মুদাল্লিস বলা হয়
(১৭) মুযতারাবঃ- যে হাদীসের রাবী হাদীসের সনদ ও মতনে বিভিন্ন প্রকারে বর্ননা করেছেন,সে হাদীসকে মুযতারাব বলা হয়
(১৮) মুদরাজঃ- যে হাদীসের মধ্যে রাবী নিজের বা অপরের উক্তিকে অনুপ্রবেশ করিয়েছেন,,সে হাদীসকে মুদরাজ এবং এরুপ করাকে ইদরাজ বলা হয়
(১৯) মুত্তাছিলঃ- যে হাদীসের সনদে কোন স্তরের কোন রাবী বাদ পড়েনি তাকে মুত্তাছিল হাদীস বলে
(২০) মুনকাতিঃ- যে হাদীসের সনদে কোন স্তরের কোন রাবীর নাম বাদ পড়েছে,তাকে মুনকাতি হাদীস বলা হয়,,আর এই বাদ পড়াকে ইনতিকা বলা হয়


(২১) মুরসালঃ- যে হাদীসের সনদে ইনকিতা শেষের দিকে হয়েছে,,অর্থাৎ ছাহাবীর নাম বাদ পড়েছে এবং তাবেঈ সরাসরি রসুল( সাঃ) এর উল্লেখ করে হাদীস বর্ননা করেছেন তাকে মুরসাল হাদীস বলে।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...