Monday, November 11, 2019

ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে Open কুইজ প্রতিযোগীতা!

ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে Open কুইজ প্রতিযোগীতা! ( ঈদে মিলাদুন্নবী পালনকারী ভাই বোনদের জন্য)।
যেকোন ১০ টি প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য পুরষ্কার! পুরষ্কার! 
প্রশ্নাবলীঃ
০১। রছূল মুহাম্মাদ (ﷺ) জীবদ্দশায় প্রথম কত হিজরীতে তাঁর জন্ম দিবস উৎযাপন করেছেন?
!
০২। তাঁর মৃত্যুর বছর তাঁর সর্বশেষ মিলাদুন্নাবী উৎযাপন কোন শহরে উৎযাপিত হয়েছিলো? তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন?
!
০৩। রছূল (ﷺ) এর মৃত্যুর পর মা আয়েশা (রা) সহ তাঁর অন্যান্য স্ত্রীগণ কিভাবে মিলাদুন্নাবী তথা তাঁর জন্মদিবস উৎযাপন করতেন?
!
০৪। রছূল (ﷺ) এর জন্মদিন উপলক্ষে ৪ জন প্রসিদ্ধ সাহাবীসহ অন্যান্য ছাহাবীগণ কি ধরনের উৎসব পালন করতেন?
!
০৫। তাঁর জন্মদিবস উৎযাপনের হাদীস সমূহ বর্ননা করেছেন যে সকল ছাহাবীগণ তাদের সবার নাম লিখুন!
!
০৬। প্রসিদ্ধ কয়েকজন তাবেঈ ও তাবে-তাবেঈ এর নাম লিখুন,যারা মিলাদুন্নবী উৎযাপন করতে না পারলে ঘুমাতে পারতেন না।
!
০৭। হানাফী মাযহাবের ইমাম আবু হানিফা (রহ) সহ অন্য ৩ মাযহাবের ইমামগণ মোট কতবার ঈদে-মিলাদুন্নাবী উৎযাপন করেছেন?
!
০৮। ১৪০০ বছর আগে রসুল (ﷺ) এর জন্মদিবসের অনুষ্ঠানগুলোতে যে ধরনের খেজুর ও মিষ্টান্ন পরিবেশন করা হতো সেগুলোর নাম কি?
!
০৯। রছূল (ﷺ) এর জন্মদিবস উপলক্ষে তিনি আমাদের কি কি না'ত শিক্ষা দিয়েছেন?
!
১০। দরুদে ইব্রাহীম পড়লে ১০ বার আল্লহর রহমত বর্ষিত হয়। ‘ইয়া নবী সালামু আলাইকা...’,‘সালাতুনিয়া রাসুল্লাহ...’, ‘মোস্তফা জানে রহমত পে লাখো ছালাম...’ প্রভৃতি মানুষের বানানো দরুদ পড়লে কতটুকু রহমত বর্ষিত হবে?
!
১১। রছূল (ﷺ) এর জন্মস্থান মক্কা, ইন্তিকালের স্থান মদিনা। মক্কা মদিনায় কোন আওলাদে রসুল পাওয়া না গেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্থানে এত আওলাদে রছূল আসলো কোথা হতে?
!
১২। ‘ঈদে মিলাদুন্নাবী’ -সকল ঈদের সেরা ঈদ এর সালাত কয় রাক’আত ও কয় তাক্ববীরের সহীত আদায় করতে হয়?
!
১৩। কয়েকটি বিদ’আত- হাছানা এর নাম লিখুন। বিদ‘আত হলেও এগুলো করে সাওয়াব পাওয়া যাবে, এই বক্তব্য এর পক্ষে কোরআন হাদীছের দলিল পেশ করুন।
!
১৪। সর্বপ্রথম কোন ছাহাবী মিলাদুন্নবী উপলক্ষে জসনে ঝুলুছের আয়োজন করেন?
বিশেষ দ্রষ্টব্য:
----------
👉 কূরআন ও সহীহ হাদিসের রেফারেন্স ছাড়া উত্তর গ্রহণযোগ্য হবে না।জঈফ হাদীছ দিয়ে উত্তর দিলে তা গ্রহনযোগ্য হবে না ।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...