Thursday, September 5, 2019

হিন্দু ও খ্রিষ্ট ধর্মেও স্বর্গে হুর এর পুরস্কার

অথর্ববেদ ৪/৩৪/২ নাইশাম শিশ্নামং প্রা দাহাতি যাতাভেদাহ, স্বর্গলোকে বহু স্ত্রীনামেশাম অর্থঃ (যাহারা ধার্মিক) তাহাদের লিংগ (শিশ্নামং) পোড়ানো হবে না, বা তাহাদের লিংগহানি করা হবে না এবং স্বর্গে তাহারা পাবে বহু স্ত্রী। আবার পুরানে বলা আছে। “কার্ত্তিকেয়সহ বিভবানুসারে যে ব্যক্তি দেব-ত্রিলোচন, দেবী ও নন্দীশ্বরের বলি-পূজাদি করে, সে ঈপ্সিতার্থ ও অভিলাষিত ভোগ সকল প্রাপ্ত হয় এবং মৃত হইলে স্ত্রীসহস্রপরিবৃত হইয়া স্বর্গ লাভ করে।” [বায়ু পুরাণ : অধ্যায় : ৩০, পৃষ্টা-১৬৭, শ্লোক : ৩১৬


হিন্দু ও খ্রিষ্ট ধর্মেও স্বর্গে হুর এর পুরস্কার - ব্রাদার রাহুল হোসাইন রুহুল আমিন:
https://www.youtube.com/watch?feature=youtu.be&v=k1W3W61qewE&fbclid=IwAR0EKYMSZLvFrWizfcwMRpNJC01Slgsq77kPJ1_KYtpnPE-so3SPl65kyDI&app=desktop

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...