Friday, August 9, 2019

কুরবানির পশুর চামড়া বিক্রয় করা ও কসাইকে গোশত দেওয়া যাবে কি?

★ কুরবানির পশুর চামড়া কি বিক্রয় করা যাবে?
★ যারা পশু জবেহ করে তাদের কি গোশত দেওয়া যাবে?
.
কুরবানির গরুর চামড়া বিক্রয় করা যাবে না, যারা পশু জবেহ করে তাদেরকে গোশত দেওয়া যাবে না। এটাই রসুলের (ﷺ) নির্দেশ! ! তবে পারিশ্রমিক ব্যতিত জন সাধারনের ন্যায় তাকে অন্যদের মত কিছু গোশত প্রদান করা যেতে পারে।
.
আমাদের সমাজে কুরবানি নিয়ে অনেক ভ্রান্ত ধারনা প্রথচলিত আছে তারমধ্যে একটা হল যারা কসাই তারা কষ্ট করে যেহেতু জবাই করে গোশত ছাড়ায় সেহেতু তাদেরকে গরুর গোশত দিতে হবে!  অথচ কসাইকে এভাবে গোশত দিতে রসুল সঃ সুস্পষ্ট নিষেধ করেছেন।
.
গরুর চামড়া নিজ হাতে বিক্রি করে টাকাটা গরীবদেরকে দেওয়ার ব্যাপারে উলামাদের মধ্যে দুটি মত বিদ্যমান!
একপক্ষ বলেছেন এতে কোন অসুবিধা নেই অপরপক্ষ বলেছেন দেওয়া যাবে না।
.
প্রকৃতপক্ষে জায়েয কি জায়েয না এ প্রসঙ্গে আপাদত না ই বা গেলাম। মুল কথা হল সুন্নাহর অনুসরন করা। সেক্ষেত্রে দেখতে হবে রসুল সঃ এর আদর্শ ও নির্দেশনা কি? আর যেহেতু রসুলের নির্দেশনা হল চামড়া বন্টন করে দেওয়া তাহলে আমার মতে চামড়া বন্টন করে দেওয়ার মধ্যেই নিরাপত্তা ও কল্যান নিহিত আছে ইংশা আল্লহ। নিম্নে এই ব্যাপারে কিছু হাদিস দেখা যাকঃ
.
‘আলী (রাঃ) থেকে বর্ণিত যে,
.
أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا، لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا، وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا‏.‏
তাঁকে নাবী (ﷺ) তাঁর নিজের কুরবানীর জানোয়ারের পাশে দাঁড়াতে আর এগুলোর সমুদয় গোশত, চামড়া এবং পিঠের আবরণসমূহ বিতরণ করতে নির্দেশ দেন এবং এর থেকে যেন কসাইকে পারিশ্রমিক হিসাবে কিছুই না দেওয়া হয়।
.
সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নং ১৬০৯
.
আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,
.
عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُمْتُ عَلَى الْبُدْنِ، فَأَمَرَنِي فَقَسَمْتُ لُحُومَهَا، ثُمَّ أَمَرَنِي فَقَسَمْتُ جِلاَلَهَا وَجُلُودَهَا‏.‏ قَالَ سُفْيَانُ وَحَدَّثَنِي عَبْدُ الْكَرِيمِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَقُومَ عَلَى الْبُدْنِ، وَلاَ أُعْطِيَ عَلَيْهَا شَيْئًا فِي جِزَارَتِهَا‏.‏
 নাবী (ﷺ) আমাদের পাঠালেন, আমি কুরবানীর জানোয়ারের পাশে গিয়ে দাঁড়ালাম, তারপর তিনি আমাকে আদেশ করলেন। আমি ওগুলোর গোশ্ত বন্টন করে দিলাম। এরপর তিনি আমাদের আদেশ করলেন। আমি এর পিঠের আবরণ এবং চামড়াগুলোও বিতরণ করে দিলাম।

সুফিয়ান (রহঃ) ... ‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী (ﷺ) আমাকে আদেশ করলেন কুরবানীর জানোয়ারের পাশে দাঁড়াতে এবং এর থেকে পারিশ্রমিক হিসাবে কসাইকে কিছু না দিতে।
.
সহীহ বুখারী (ইফাঃ) হাদিস নং ১৬০৮

.
সুতরাং আমাদের উচিৎ হবে রসুল সঃ সুন্নাহ ও আদেশ পালন করা। মহান আল্লহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...