Wednesday, August 21, 2019

সাবধান কুরবানিতেও শিরক!

সাবধান কুরবানিতেও শিরক!!

প্রচলিত যে ভুলে নষ্ট হয়ে যাচ্ছে আপনার কুরবানি! 
৭ জনের নামে কুরবানি করছি বলা হারাম ও শিরক!
যারা এমন করে তাদের উপর আল্লহর লানত!
ফিরে আসুন এই প্রচলিত ভুল থেকে!

আল্লহ বলেনঃ
حُرِّمَتْ عَلَيْكُمُ ٱلْمَيْتَةُ وَٱلدَّمُ وَلَحْمُ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ
তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস, যেসব জন্তু আল্লহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়।
সূরা আল মায়িদাহ (المآئدة), আয়াত: ৩

রসুল (ﷺ) বলেনঃ
وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
যে ব্যক্তি আল্লহ ছাড়া অন্য কারো নামে যবেহ করে আল্লহ তার উপর লানত করেন।
সহীহ মুসলিম (ইফাঃ) হাদিস নম্বরঃ ৪৯৬২

সাত জনের নামে কুরবানি করছি না বলে বলুন সাত জনের পক্ষ থেকে আল্লহর নামে কুরবানি করছি।
আল্লহ যেন বুঝার তাওফিক দেন।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...