Tuesday, August 20, 2019

স্ত্রীকে নামাজী বানানোর গল্প

স্বামীঃ- আসরের সলাত পড়েছ?
স্ত্রীঃ- না!!!‼️
স্বামীঃ- কেন পড়নি?
স্ত্রীঃ-মাত্র হাতের কাজ শেষ করলাম খুব ক্লান্ত। ঘুম আসছে।🌾
স্বামীঃ- মাগরিবের সময় তো হয়ে গেল।🌷
তাড়াতাড়ি এশার আযানের আগেই মাগরিব পড়ে আসর কাযা পড়ে নাও।🌾
:
পরদিন স্বামী ব্যবসার কাজে কিছুদিনের জন্যে বাইরে গেল।
:
স্ত্রী তার ফোনের অপেক্ষায়।
:
কিন্তু যে সময়ে পৌঁছে যাবার কথা সে সময় পার হয়ে গেলেও স্বামীর কোন ফোন এলোনা।😱
:
🌾স্ত্রী নিজেই ফোন দিল।
রিং হচ্ছে তবে সে রিসিভ করছে না।
স্ত্রী বেশ চিন্তায় পড়ে গেল।
কোনো দূর্ঘটনা ঘটলো না তো.....?
:
কয়েকঘন্টা পর স্বামীর ফোন আসল।
স্ত্রীঃ- তুমি ঠিক আছো তো?
স্বামীঃ- হুম....আলহামদুলিল্লাহ্।
স্ত্রীঃ কখন পৌঁছেছ??
স্বামীঃ- এই তো, ঘন্টা চারেক হল।
স্ত্রীঃ- চার ঘন্টা!!!‼️
এর মধ্যে তুমি একবার ও আমাকে জানানোটা প্রয়োজন মনে করলানা?? 
👉🏻আমি তো কল করেছিলাম।
রিং হয়েছে তাও রিসিভ করনি।
তুমি কি আমাকে পাত্তা দিচ্ছোনা?
:
স্বামীঃ-( কিছুক্ষণ চুপ থেকে) তুমি এই সামান্য ডাকে সাড়া না দাওয়াতেই রেগে যাচ্ছ।
🌾অথচ, গতকাল যখন তোমার কানে আল্লাহর ডাক আযান পৌঁছেছিল, তখন তুমিও কিন্তু সময় মত সাড়া দাওনি।
:
স্ত্রীঃ আমি বুঝতে পেরেছি।
প্লিজ!!! ‼️
আমাকে মাফ করে দাও।
স্বামীঃ- আমি না, আল্লহ তোমাকে মাফ করে দিক।
আর তুমি রাগ করোনা।
আমি এমন করেছি কারণ আমি চাই আল্লহ জান্নাতেও আমাদের একসাথে রাখুক।
"আল্লহ্ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক।
🌾আমিন

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...