Tuesday, August 20, 2019

যে স্বামী এবং স্ত্রীর উপর আল্লহ তা’লা রহম করেন

যে স্বামী এবং স্ত্রীর উপর আল্লহ তা’লা রহম করেন-
  

আবু হুরায়রা (রঃ) বলেন, রসুল (সঃ) বলেছেন, আল্লহ এমন বেক্তির প্রতি দয়া করেন যে বেক্তি রাতে উঠে সলাত আদায় করে, স্বীয় স্ত্রিকেও জাগায় এবং সেও সলাত আদায় করে। আর যদি সে উঠতে অস্বীকার করে তাহলে তাঁর মুখের উপর পানি ছিটিয়ে দেয়। অনুরূপ আল্লহ দয়া করেন সেই স্ত্রী লোকের প্রতি যে রাতে উঠে সলাত আদায় করে, নিজের স্বামীকেও জাগায় এবং সেও সলাত আদায় করে। আর যদি সে উঠতে অস্বীকার করে তাহলে তাঁর মুখের উপর পানি ছিটিয়ে দেয়। (নাসাই, মিশকাত হা-১২৩০)

আপনি কি এমন স্বামী বা এমন স্ত্রী? 
হলে ভালো আলহামদুলিল্লাহ আর না হলে অপরজনের সাথে কথা বলে আজ থেকেই শুরু করতে পারেন, একটু চিন্তা করুন, যে স্বামী ও স্ত্রীর মধ্যে আল্লহর আনুগত্তের ব্যাপারে এমন মধুর সম্পর্ক গড়ে উঠবে সেটা কখনো কি ভেঙ্গে যাওয়া সম্ভব?

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...