গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৩১/ তারাবীহর সালাত (كتاب صلاة التراويح)
হাদিস নম্বরঃ ২০০৮
৩১/১. কিয়ামে রমাযান-এর (রমাযানে তারাবীহর সলাতের) গুরুত্ব।
২০০৮. আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে রমাযান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমাযানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কিয়ামে রমাযান অর্থাৎ তারাবীহর সালাত আদায় করবে তার পূর্ববর্তী গোনাহসমূহ মাফ করে দেয়া হবে। (৩৫) (আধুনিক প্রকাশনীঃ ১৮৬৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৭৯)
হাদিসের মানঃ সহিহ
No comments:
Post a Comment