নবী (সাঃ) ও তাঁর সাহাবাদের সময় তারাবীহ নামাজ কত মিনিট অথবা কত ঘন্টা সময় নিয়ে পড়তেন?
জবাবে বলা যায় যে, আল্লাহর রাসূল (সাঃ) ইরশাদ করেন, যে ব্যক্তি রমাযানের রাতে ঈমানসহ পুণ্যের বা সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ্ ক্ষমা করে দেয়া হয়। (বুখারী ৩৭)
নবী কারীম (সাঃ) ও তাঁর সাহাবাদের সময় তারাবীহ নামাযের সময় ছিল প্রায় ৩-৪ ঘন্টা, আনুমানিক। প্রতি চার রাকাত পর পর তারা লম্বা সময় বিশ্রাম করতেন। আর তারাবীহ অর্থও হলো বিশ্রাম করা। অতঃপর আবার আল্লাহর সামনে ঈমান সহকারে সওয়াবের আশায় দাঁড়িয়ে যেতেন। (ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, জিজ্ঞাসা ও জবাব ১ম খণ্ড)
No comments:
Post a Comment