Tuesday, May 21, 2019

মাটি থেকে মানুষ সৃস্টি

#মাটি_থেকে_মানুষ_সৃষ্টি.

কোরআনে, আল্লাহ প্রকাশ করেন যে মানুষের সৃষ্টি একটি অলৌকিক ঘটনা। প্রথম মানব সন্তান আল্লাহ মাটির মধ্যে তৈরি করেছিলেন, তারপর তিনি এই মাটির কাঠামোকে রুহ দান করেন।
“যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব। যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেয়ো। “[৩৮:৭১-৭২]

“আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।“ [৩৭:১১]

আজ কখন মানষের শরীর পরীক্ষা করা হয়, এইটি খুঁজে বার করা হয়ত যাবে যে পৃথিবীর মাটির অনেক উপাদান মানব শরীরে বর্তমান আছে। জীবিত পেশীতে প্রায় ৯৫% কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার সহ সব মিলিয়ে প্রায় ২৬ টি উপাদান পাওয়া যায়, কোরআনের অন্য একটি আয়াতে বলা হয়েছে:
“আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।“ [২৩:১২]

বিভিন্ন অনুবাদে আরবী শব্দ “সুলালা” কে ” নিষ্কাশন করা ” অথবা “সারাংশ” হিসেবে অনুবাদ করা হয়। আমরা দেখি,আধুনিক বিজ্ঞানের পাওয়া এ তথ্য কোরআনে ১৪০০ বছর আগে যে প্রকাশ করা হয়েছে।বর্তমান গবেষনা নিশ্চিত করে যে মানব দেহে পাওয়া সব উপাদানই মাটিতে পাওয়া যায়।

নিচে একটি ৭০ কেজি মানবদেহে প্রাপ্ত উপাদানের একটি ছক দেয়া হল।

উপাদান সংকেত শতকরা ওজন
 পরিমান

অক্সিজেন O -৬৫.০-৪৩০০০
 কার্বন C-১৮.৫-১২০০০
 হাইড্রজেন H-৯.৫-৬৩০০
 নাইট্রোজেন-N-৩.৩-২০০০
 ক্যালসিয়াম-CA ১.৫-১১০০
 ফস্ফরাস P-১.০-৭৫০
 পটাশিয়াম K-.৩৫-২২৫
 সালফার S-.২৫-১৫০
 ক্লোরিন-CL .১৫-১০০
 সোডিয়াম NA-.১৫-৯০
 ম্যাগ্নেসিয়াম-MG-.০৫-৩৫
 সিলিকন-SI-.০৫-৩০
 লোহা FR-.০১-৪২০০
 দস্তা ZN-.০১-২৪০০
 তামা CU-.০১-৯০
 বোরন BR .০১-৬৮
 কোবাল্ট CO-.০১-২০
 ভ্যানাডিয়াম-VD-.০১-২০
 আয়ডিন I-.০১-১৫
 সেলেনিয়াম-SE-.০১-১৫
 ম্যাঙ্গানিজ MN-.০১-১৩
 মলিবডেনাম-MO-.০১-৮
 ক্রমিয়াম-CR-.০১-৬

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...