কুনূত’ অর্থ বিনম্র আনুগত্য। কুনূত দু’প্রকার।
কুনূতে রাতেবাহ ও কুনূতে নাযেলাহ।
প্রথমটি বিতর ছালাতের শেষ রাক‘আতে পড়তে হয়। দ্বিতীয়টি বিপদাপদ ও বিশেষ কোন যরূরী কারণে ফরয ছালাতের শেষ রাক‘আতে পড়তে হয়। বিতরের কুনূতের জন্য হাদীছে বিশেষ দো‘আ বর্ণিত হয়েছে।
তিরমিযী, আবুদাঊদ, নাসাঈ, ইবনু মাজাহ, মিশকাত হা/১২৭৩।
বিতরের কুনূত সারা বছর পড়া চলে।
প্রাগুক্ত, মিশকাত হা/১২৭৩; মির‘আত ৪/২৮৩; ফিক্বহুস সুন্নাহ ১/১৪৬।
নাবী সঃ কখনও কখনও দুয়া কুনুত ছেড়েছেন আবার কখনও কখনও পড়েছেন,,
কেউ দুয়া কুনুত না পড়লে বিতর সলাতের কোন ক্ষতি হবে না,,
তাই মাঝে মধ্যে ছেড়ে দেওয়া ভাল। কেননা বিতরের জন্য কুনূত ওয়াজিব নয়।
🔴আবুদাঊদ, নাসাঈ, তিরমিযী, মিশকাত হা/১২৯১-৯২ ‘কুনূত’ অনুচ্ছেদ-৩৬; মির‘আত ৪/৩০৮।
وعن أنس: أن النبي ﷺ قنت شهرا ثم تركه. رواه أبو داود والنسائي
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
নাবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একাধারে এক মাস পর্যন্ত (রুকূ‘র পরে) ‘দু‘আ কুনূত’ পাঠ করেছেন। তারপর তিনি (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা ত্যাগ করেছেন। (আবূ দাঊদ, নাসায়ী)
[১] সহীহ : আবূ দাঊদ ১৪৪৫, নাসায়ী ১০৭৯, আহমাদ ১২৯৯০, ১৩৬০১, ১৩৬৪১।
মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১২৯১
,,
وعن أبي مالك الأشجعي قال: قلت لأبي: يا أبت إنك قد صليت خلف رسول الله ﷺ وأبي بكر وعمر وعثمان وعلي ههنا بالكوفة نحوا من خمس سنين أكانوا يقنتون؟ قال: أي بني محدث. رواه الترمذي والنسائي وابن ماجه
আবূ মালিক আল আশজা‘ঈ (রহঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি আমার পিতার কাছে প্রশ্ন করেছিলাম, হে পিতা! আপনি রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বাক্র, ‘উমার, ‘উসমান, আর ‘আলী (রাঃ) -এর পেছনে কুফায় প্রায় পাঁচ বছর পর্যন্ত সলাত আদায় করেছেন। এসব মর্যাদাবান ব্যক্তিগণ কি “দু‘আ কুনূত” পড়তেন? তিনি জবাব দিলেন, হে আমার পুত্র! (দু‘আ কুনূত পড়া) বিদ‘আত। (তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ)
[১] সহীহ : নাসায়ী ১০৮০, আত্ তিরমিযী ৪০২, ইবনু মাজাহ্ ১২৪১, ইরওয়া ৪৩৫, আহমাদ ১৫৮৭৯, শারহুস্ সুন্নাহ্ ৬৩৮।
মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১২৯২
No comments:
Post a Comment