Tuesday, May 21, 2019

প্রত্যেক ধর্মে সৃস্টিকর্তা একজন

#প্রত্যেক_ধর্মই_বলে_সৃষ্টিকর্তা_হলো_একজন।

☞☞এবার আসুন দেখা যাক বিভিন্ন 📚 ধর্মগ্রন্থের মধ্যে কি বলা হয়েছে......

★যদি হিন্দু ধর্ম গ্রন্থ উপনিষদ পড়েন, সেখানে বলা হয়েছে যে,

"#Ekam Evadvitiyam = #একম ইভাদ্বিতীয়ম"

অর্থঃ তিনি (স্রষ্টা কেবল মাত্র) #একজন, দ্বিতীয় কেউ নেই।_____[ছান্দোগ্য(Chandgya) উপনিষদ, অধ্যায় ৬, অনুচ্ছেদ ২, পরিচ্ছেদ ১]

★যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল এর ওল্ড টেস্টামেন্ট(Old testament) পড়েন সেখানে বলা হয়েছে যে,
মূসা[Moses(Peace be upon him)] বলেছেন (হিব্রু ভাষায়),

"שמע ישראל יהוה אלהינו #יהוה_אחד"

"শামা' ইসরাইল, ইয়াহোয়েহ্ ইলাহিনো  #ইয়াহোয়েহ্_আহাদ"

*(এখানে হিব্রু "אחד" আহাদ শব্দের ইংরেজী অনুবাদ হলো= One)

Hear, O Israel: The Lord our God is #one_Lord

ইস্রায়েলের লোকরা শোনো! প্রভু, আমাদের ঈশ্বর হলেন #একমাত্র_প্রভু!"_____[দ্বিতীয় বিবরণ(Book of Deuteronomy), অধ্যায় ৬, অনুচ্ছেদ ৪]

★যদি খৃষ্টান ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল এর নিউ টেস্টামেন্ট(New Testament) অর্থাৎ নববিধান পড়েন সেখানে গস্পেল অব মার্কে বলা হয়েছে,

---ব্যবস্থার শিক্ষকদের মধ্যে একজন কাছে এসে তাদের আলোচনা শুনলেন৷ যীশু তাদের ঠিক উত্তর দিয়েছেন জেনে তাঁকে জিজ্ঞাসা করলেন, ‘শাস্ত্রে সমস্ত আদেশের মধ্যে কোনটি প্রধান?’

যীশু উত্তর দিলেন, (যেভাবে মূসা Peace be upon him বলেছিলেন)

"The first of all the commandments is,
Hear, O Israel; The Lord our God is #one_Lord" [Mark 12:29 (KJV)]
http://bible.com/1/mrk.12.29.KJV

অর্থঃ‘এটাই প্রধান!
‘শোন, হে ইস্রায়েল, আমাদের ঈশ্বর প্রভু #একমাত্র_প্রভু৷"_____[গস্পেল অব মার্ক, অধ্যায় ১২, অনুচ্ছেদ ২৮,২৯]

★যদি ইসলাম ধর্মগ্রন্থ পবিত্র কুরান পড়েন সেখানেও একইরকম কথা (আরবি ভাষায়) বলা হয়েছে যে,

"قُلْ هُوَ اللَّهُ #أَحَدٌ"

"ক্বুল হুয়া আল্লাহু #আহাদ"

Say: He is Allah, the #One_and_Only.

অর্থঃ"বলুন, তিনি আল্লাহ, #এক_অদ্বিতীয়।"[সুরা ইখলাস, অধ্যায় ১১২, আয়াত ১]

👉আমরা যদি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর প্রধান উৎস অর্থাৎ ধর্মগ্রন্থ অধ্যয়ন করি তাহলে আমরা দেখব যে, সেখানে কেবল মাত্র এক স্রষ্টার কথাই বলা হচ্ছে। দুই বা ততোধিক স্রষ্টার কথা বলা হচ্ছেনা।

⏩তবে এক স্রষ্টার ধারণা এরকম না যে, বিভিন্ন ধর্মের জন্য ভিন্ন ভিন্ন একজন করে স্রষ্টা আছেন। স্রষ্টা মাত্র একজনই।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...