Monday, November 11, 2019

ঈদে মিলাদুন্নবী এবং সুন্নিদের শয়তানি

ঈদে মিলাদুন্নবী এবং সুন্নিদের শয়তানি
**ঈদে মিলাদুন্নবী**
ঈদ অর্থ ঃ আনন্দ
মিলাদ অর্থ ঃ জন্ম
নবী বলতে মুহাম্মদ সাঃ কে বুঝানো হয় ।
*****রাসুল সাঃ এর জন্ম ১২ রবিউল আউয়াল এমন দলিল পাওয়া যায়না ।নবী রাসুলদের জন্ম মৃত্যুর স্মরণ বলতে আমি বুঝি উম্মতদের কাজ হচ্ছে জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে নিজের জান মাল দিয়ে লড়াই করা ।
সকল নবী রাসুলেরা নির্যাতিত হয়েছেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লহ প্রতিষ্ঠা করতে গিয়ে ।
ঈদে মিলাদ উন নবি পালন করা বিদাত বা হারাম হয় তখনি যখন জিলাফি বিরিয়ানি খিছুডি খাওয়া আর ফার্সি উর্দুতে কিছু কাসিদা পড়ে কিংবা এলাকায় এলাকায় রাত ২-৩ টা পর্যন্ত রাত জেগে গল্পগুজব নির্ভর মাহফিল করা হয় ।।।।।
এইগুলা কখনো রাসুল সাঃ কে ভালোবাসার বহিপ্রকাশ হতে পারেনা ।
রাসুল সাঃ কে ভালোবেসে সুমাইয়া রাঃ ইয়াসির রাঃ সহ সাহাবী রাঃ এরা জান মাল দিয়ে প্রমাণ করেছেন আর আমরা রাসুল সাঃ কে ভালোবাসা বলতে বুঝি
দূর্নীতি সন্ত্রাস ঘুষ সুদে থেকে ও আশেকে রাসুল জিলাফি দিয়ে জিলাফি খেয়ে খিছুড়ি খেয়ে ।।।।
ঈদে মিলাদ উন নবী পালন করুন প্রতি সাপ্তাহে সোম বৃহস্পতিবার রোজা রেখে, প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে , নিজের খাবার প্রতিবেশিদের নিয়ে ভাগ করে খেয়ে , দান সদকা জাকাত দিয়ে , সালাত কায়েম করে , আল্লাহর জমিনে সর্বাবস্থায় আল্লাহর আইন কায়েমের চেস্টায় নিজের জান মাল ব্যয় করে ।।।।।।।
চট্রগ্রামে আমার নিজ চোখে দেখা মিলাদ উন নবী র‍্যালি করতেছে কিন্তু মসজিদ খালি মুসল্লি নেই ।
এদের অধীকাংশ কে দেখি লা ইলাহা বিরুধী যত কাজ আছে সব গুলো করে আওয়ামীলীগ বিএনপি করার মাধ্যমে আর কেউ কেউ সরকারি চাকরি করার মাধ্যমে এরা মূলত আশেকে রাসুল নয় এরা আশেকে শয়তান ।
*****ঈদে মিলাদ উন নবি মূলত মাজার ব্যাবসায়ীদের ঈদের দিন তারা কুটি কুটি টাকা সেই দিন আয় করে আমাদের মত মুর্খ ধার্মিকদের থেকে ।।।।
*"চট্রগ্রাম সিলেট সহ মাজার কেন্দ্রেকি মাদ্রাসা মসজিদে সুন্নি নাম ব্যাবহার করে একদল মুনাফেক শিরিকে লিপ্ত রয়েছে ।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...