বিদআত সম্পর্কিত হাদিসঃ
১। বিদআত কারির ''আল্লাহ তাওবা আল্লাহ কবুল করে না।
যতক্ষণ না বিদআত বর্জন করে। (সহিহ তারগিব হাদিস:৫৪)
২। রাসূল সাঃ বলেন আল্লাহ সেই ব্যক্তি কে অভিশাপ করুন। যে ব্যক্তি বিদআতিকে আশ্রয় দেয়। (মুসলিম হাদিস: ৫২৪১)
৩। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো (দ্বীনের মধ্যে নতুন আমল) এই সকল আমলেই বিদআত । এবং সকল বিদআত এই ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টতার পরিমান জাহান্নাম। (সহিহ মুসলিম হাদিস: ২০৪২,১৫৩৬ ও আবু দাউদ হাদিস: ৩৯৯১)
৩। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা বিদআত কারির কোন ইবাদত (ফরজ, সুন্নাত ও নফল) কবুল করবেন না। (বুখারী হাদীস: ৬৭৫৫)
৪। বিদআত কারিরা হাউযে কাউছারের পানি পান করতে পারবে না। (মিশকাত হাদিস: ৫৫৭১)
No comments:
Post a Comment