Tuesday, August 20, 2019

My group Announcement



আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
"প্রচার কর যদি একটিমাত্র আয়াতও হয়" গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম।
------------------------------------------
★মহান আল্লহ বলেন,,
হে রসূল! তোমার প্রতিপালকের নিকট থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রচার কর, যদি না কর তাহলে তুমি তাঁর বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন করলে না। মানুষের অনিষ্ট হতে আল্লহ্ই তোমাকে রক্ষা করবেন, আল্লহ কাফির সম্প্রদায়কে কক্ষনো সৎপথ প্রদর্শন করবেন না। (মাইদাহ,৫ঃ৬৭)
★মহান আল্লহ বলেছেন,, তার চেয়ে আর কে উত্তম যে আল্লহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম? [সুরা হামীম সিজদাহঃ৩৩]
★রসুলুল্লহ (সঃ) বলেছেন,, তোমরা প্রচার কর যদি একটিমাত্র আয়াতও হয়। [সহীহ্ বুখারী:-৩৪৬১]
★রসুলুল্লহ (সঃ) আরো বলেছেন,, কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
এ মহান বাণী অনুযায়ী আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য - মহান আল্লহ প্রদত্ত ও মানবতার সমাধানের জন্য রচিত 'দ্বীন ইসলাম প্রচার করা' যে উদ্দেশ্যে অনেক নাবী-রসূলগণ এ ধরায় প্রেরিত হয়েছিলেন ৷
১। গ্রুপটিতে কোন লিংক অথবা কারো নাম যুক্ত পোষ্ট করা যাবে না এবং কোন গ্রুপের লিংক যুক্ত, কারো নাম যুক্ত, কোন ট্যাটু পিকচারও পোষ্ট করা যাবেনা। কোন শেয়ার পোস্ট করা যাবে না। (শেয়ারকৃত পোস্ট ভালো হলে গ্রুপ প্রশাসকগন তা কপি করে পোস্ট করে দিবে)
২। মিথ্যা কোন সংবাদ/ঘটনা এ গ্রুপে পোষ্ট করা যাবে না।
৩। মেয়েদের ছবি পোষ্ট করার প্রয়োজন হলে অবশ্যই পরিপূর্ণ চেহারা ঢাকা পর্দা করা মেয়ের ছবি পোষ্ট করতে হবে।
৪। কোনো পোস্টে অশালীন শব্দ প্রেম/ভালবাসা/জোকস/কৌতুক জাতীয় কোনো প্রকার পোস্ট করা যাবে না।
৫। কোন প্রাণীর আর্ট করা পিকচার দিয়ে পোস্ট করা যাবে না।
★এই গ্রুপের প্রথম প্রধান উদ্দেশ্য হচ্ছে মহান রবের বাণী তথা আল কুরআন প্রচার করা।
এছাড়াও আপনাদের কোনো সমস্যা পরামর্শ/মতামত বা অভিযোগ জানানোর জন্যে আমাদের সাথে যোগাযোগ করুন।
.
সকলকে আবারো গ্রুপটির পক্ষ্য থেকে স্বাগত জানাচ্ছি ৷ মহান আল্লহ আপনাদের সবাইকে ভাল রাখুক, সুস্থ রাখুক। যাঝাকাল্লহুখইরন।


No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...