Monday, August 5, 2019

জবেহ করার সময়ে আল্লহর নাম নেওয়া হয়েছিলো কিনা সন্দেহ হলে করনীয় কি?

প্রশ্নঃ কেউ জবেহ করা মাংস/ গোশত প্রদান করলে বা ক্রয় করার সময়ে যদি সন্দেহ হয় যে এটি জবেহ করার সময়ে আল্লহর নাম নেওয়া হয়েছিলো কিনা তাহলে করনীয় কি?
উক্ত গোশত কি মুসলিমদের জন্য হারাম হয়ে যাবে?
অথবা উক্ত গোশত কি খাওয়া যাবে?     

حدثني أحمد بن المقدام العجلي، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا هشام بن عروة،، عن أبيه، عن عائشة ـ رضى الله عنها ـ أن قوما، قالوا يا رسول الله، إن قوما يأتوننا باللحم لا ندري أذكروا اسم الله عليه أم لا فقال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ سموا الله عليه وكلوه ‏"‏‏.‏

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ:

কিছু সংখ্যক লোক বলল, হে আল্লাহর রসূল! বহু লোক আমাদের কাছে গোশত নিয়ে আসে আমরা জানি না, তারা বিসমিল্লাহ পড়ে যবহ করেছিল কিনা? নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা এর উপর আল্লাহর নাম লও এবং তা খাও (ওয়াসওয়াসার শিকার হয়ো না)।

সহিহ বুখারী, হাদিস নং ২০৫৭
হাদিসের মান: সহিহ হাদিস

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...