প্রশ্ন: স্ত্রীর নাম ধরে কি স্বামী ডাকতে পারবে?? & স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে?? এতে কি কোন অসুবিধা আছে??
উত্তর : স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে এতো কোন অসুবিধা নেই। স্ত্রীর নিকট স্বামী হ’লেন সবচেয়ে সম্মানের পাত্র। অতএব যেভাবে ডাকলে স্বামী খুশি হবেন সেভাবে ডাকা উচিৎ। স্ত্রীর নাম ধরে ডাকার ব্যাপারে ইসলামি শরিয়তে কোন নিষেধাজ্ঞা নেই। বরং স্বয়ং রসুলুল্লহ সঃ তার স্ত্রী গনকে নাম ধরে ডাকতেন যেমন, ইয়া আয়শা (হে আয়শা), ইয়া হুমায়রা, ইয়া খাদিজা ইত্যাদি। এদিক বিবেচনায় স্ত্রীর নাম ধরে ডাকা সুন্নাতও বটে।
অনেক স্বামী- স্ত্রী নিজেদের মাঝে অনেক ফ্রি হয়ে চলেন। বিশেষতঃ বর্তমান সময়ে মেয়েরা স্বামীর নাম ধরে ডাকাটাকে আধুনিক একটা ট্রাডিশন মনে করেন । তাই একে অপরকে নাম ধরে ডাকাডাকি করে থাকে। কিন্তু স্ত্রীর জন্য তার স্বামীর নাম ধরে ডাকা একটু দৃষ্টিকটু বা দৃষ্টিতে এক প্রকার অসৌজন্যতা, তাই এমনটা করা মাকরূহ বা অনুচিত। এছাড়া বহু পরিবারে দেখাযায় যে, পরস্পরকে নাম ধরে ডাকাডাকির প্রভাবে ছোট্ট শিশুরাও তাই শিখে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ কমে যায় । তাছাড়া রসুল সঃ ও পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ এবং তাঁদের বিবিগনের মাঝে নামধরে ডাকার কোন বর্ণনা পাওয়া যায়নি । [সূত্র : রহীমিয়া ২-৪১৩ কপি দলিল]
তবে স্বামী অসন্তুষ্ট না হলে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে। যেমন যয়নব রসূল (সঃ)-এর সামনে তার স্বামী আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রঃ)-এর নাম ধরে কথা বলেছিলেন (বুখারী হা/১৪৬২)।
তবে স্বামী অসন্তুষ্ট না হলে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে। যেমন যয়নব রসূল (সঃ)-এর সামনে তার স্বামী আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রঃ)-এর নাম ধরে কথা বলেছিলেন (বুখারী হা/১৪৬২)।
No comments:
Post a Comment