Tuesday, August 20, 2019

আরাফার সিয়াম নিয়ে কাল্পনিক গল্প!

মফিজ একজন ধর্মপ্রান মুসলিম। সে একজন হাফেজ এবং গত বছর দাওরা হাদিস থেকে ফারেগ হয়েছে। সে নিয়মিত প্রায় সকল ফজিলতপূর্ণ নফল রোজা রাখে। 
আজকে হাজিরা হাজ্জের উদ্দেশ্য আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন তাই মফিজ সোফায় বসে আরাম করে টিভিতে সরাসরি সেটা দেখছে। ডিজিটাল যুগ এখন তাই ইচ্ছা করলে সব কিছুই বাসায় বসে live telecast দেখা যায়। বেশ ফুরফুরে মেজাজে আছে সে আর অনেক ভাল লাগতেছে এসব দেখতে তার। সে সোফায় বসে চানাচুর মুড়িমাখা খাচ্ছে আর হাজিদের আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সরাসরি বাস্তব দৃশ্য দেখতেছে
হঠাত তার বাসায় তার এক ক্লোজ বন্ধু ইকবাল আসলো। এসে দেখে তার বন্ধু মফিজ খাচ্ছে আর হাজ্জের সরাসরি live video দেখতেছে। ইকবাল এক মুহুর্তের জন্য ‘’থ’’ হয়ে গেল!!
#ইকবালঃ কিরে দোস্ত তুই রোজা রাখিস নাই?? এত ফজিলপূর্ন রোজা যে পূর্বের ও আগামী ১ বছর অর্থাৎ মোট ২ বছরের গুনাহ আল্লহ ক্ষমা করে দিবেন এর বিনিময়ে। আর তুই এটা মিস করলি??
;
#মফিজঃ আরে কি বলিস তুই রাখবোনা কেন!! আজকেতো আমাদের না আমাদের দেশেতো আগামীকালকে রোজা।
;
#ইকবালঃ কি বলিস রসুল সঃ বললেন ইয়াওমুল আরাফা অর্থাৎ আরাফার দিনে রোজা রাখতে আর তুই রাখবি এর পরের দিন??
আমার জানামতে তো আগামীকালকে পৃথিবীর কোন স্থানেই আরাফার দিন হবেনা এটাতো শুধু মক্কাতেই হয়!
;
মফিজঃ দোস্ত তুই এসব কি বলিস??
;
ইকবালঃ আরে দোস্ত আল্লহ ফজিলত দিয়েছেন আরাফার নির্দিস্ট দিনে আর তোরা নিজের খেয়ালখুশিমত বাড়াবাড়ি করে তার পরের দিন পালন করছিস?? অথচ সে দিন আরাফার ময়দানে হাজিতো দূরের কথা একটা কাক ও হয়তো খুজে পাওয়া যাবেনা!!!
তুই নিজেই সরাসরি টিভিতে দেখতেছিস আজকে আরাফার দিন হাজিরা সেখানে উপস্থিত হয়েছেন আর তুই এটা জানা ও দেখা সত্বেও রোজা রাখবি আগামীকালকে???? কতটা নির্বোধ তুই ভেবেছিস একবারও??
;
মফিজঃ (কিছুক্ষ্ণ নিরাবতার পর) দোস্ত তুইতো ঠিকই বলেছিস। আমিতো আগে এভাবে কখনো ভেবে দেখেনি!! আসলেই আমরা প্রচলিতভাবে অভ্যস্থ তাই কখনো সঠিক/সত্য কি/কোনটা তা যাচাই করে দেখা হয় নাই! তুই আমার ভূলটা ধরিয়ে দিলি অনেক শুকরিয়া তোকে দোস্ত।
;
ইকবালঃ হুম দোস্ত ঠিক আছে। আমাদের দেশের অধিকাংশই এই সহজ জিনিসটা বুঝেনা আর বুঝার চেস্টাও করেনা।
;
[উক্ত কাল্পনিক গল্পের মাধ্যমে একটি অপ্রিয় সত্য ও প্রচলিত ভূলকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেস্টা করা হলো]

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...