Friday, July 12, 2019

সিজদাহ মানে কি মেনে নেওয়া নাকি লুটিয়ে পরা

সেজদাহ অর্থ কি সুধু মেনে নেয়া?? নাকি সেজদাহের রুপরেখা রয়েছে?? আসুন দেখাজাক কোরআন কি বলে?
সূরা ইউসুফ  আয়াত ৪

যখন ইউসুফ পিতাকে বললঃ পিতা, আমি স্বপ্নে দেখেছি এগারটি নক্ষত্রকে। সুর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশে সেজদা করতে দেখেছি।

#ইউসুফ স্বপনে দেখলেন এগারটি নক্ষএ ও সুর্য ও চন্দ্রকে তাকে সেজদাহ করতে,এই সেজদাহটি এমন হতে পারে তারা তার সামনে এসে তাকে সেজদাহ করছে,লুটিয়ে পরে। আর যদি ধরেন তারা স্ব স্ব স্হানে থেকেই তাকে মেনে নিয়েছেন তাহলে ইউসুফ দেখলো কি করে নক্ষএ সুর্য চন্দ্র তাকে সেজদাহ করছে? কারন মেনে নেয়ার বিসয়টা হলো অন্তরের বিসয় অন্তরের বিসয় কি দেখা যায়? জেমন ধরেন আপনি আল্লাহকে মানেন কিভাবে মানেন অন্তর দিয়ে মানেন এই মানা কি দেখা যায়?? তাই বুজাজায় এই সেজদাহ মেনে নেয়া নয় বরং লুটিয়ে পরেই সেজদাহ করেছিলেন,,এই সেজদাহের রুপরেখা কোরআনের কোথায় আছে দেখা যাক।

সূরা বনি ইসরাইল/আল ইসরা আয়াত ১০৭

বলুনঃ তোমরা কোরআনকে মান্য কর অথবা অমান্য কর; যারা এর পূর্ব থেকে এলেম প্রাপ্ত হয়েছে, যখন তাদের কাছে এর তেলাওয়াত করা হয়, তখন তারা নতমস্তকে সেজদায় লুটিয়ে পড়ে।

# এই আয়াতে খির্রুনা শব্দ দ্বারা আল্লাহ লুটিয়ে পরাকে বুজিয়েছে,, উক্ত আয়াত দ্বারা সেজদাহের রুপরেখা এটাই বুজাজায় নতমস্তকে লুটিয়ে পরে সেজদাহ করতে হয়।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...