Monday, May 6, 2019

সিয়াম / রোজার নিয়ত


সাইমদের (রোজাদারদের) প্রতি red 📮 notice 🔻

----------- সাবধান!---------
((সঠিকভাবে নিয়্যাত না করলে সিয়াম বাতিল ))
.
অধিকাংশ রোজাদার ~"নাওয়াইতু আন আছুমা গাদাম........"
বলে সিয়ামের নিয়্যাত করে থাকেন যা সুস্পষ্ট বিদআত!
এই নিয়্যাতই আপনার সিয়াম নষ্ট করার জন্য যথেষ্ট! !
.
এর অর্থ হল আমি নিয়্যাত করছি যে আগামীকাল সিয়াম রাখব!
.
ভেবে দেখেছেন কি বলছেন আপনি??
.
আপনি সাহরী খাচ্ছেন আজকের সিয়ামের জন্য আর মুখে নিয়্যাত করছেন আগামীকালের সিয়ামের জন্য!!
.
প্রশ্ন জাগে কেন বললাম এই নিয়্যাতই আপনার সিয়াম নষ্ট করার জন্য যথেষ্ট? ?
.
কারন নিয়্যাত করা ফরজ!
.
যদি কেউ ফজরের পূর্বে ঐ দিনের সিয়ামের নিয়্যাত না করে তাহলে তার সিয়াম বাতিল হয়ে যাবে! আর যেহেতু আপনি আজকের সিয়াম রেখে নিয়্যাত করছেন আগামীকালের সিয়ামর সেহেতু নিয়্যাত না করার কারনে আপনার সিয়াম বাতিল হয়ে গেল!!
.
যেহেতু প্রতিদিনই এভাবে মুখে এই নিয়্যাত পড়ছেন সেহেতু ২৯/৩০ দিনের সিয়ামেরই নিয়্যাত করা হলনা! অর্থাৎ আপনার সব সিয়ামই বাতিল হয়ে গেল!!
.
নাবী (ﷺ) বলেন,
.
مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ مِنَ اللَّيْلِ قَبْلَ الْفَجْرفَلاَ صِيَامَ لَه
‘‘যে ব্যক্তি ফজর উদয়ের পূর্বে, রাতেই সিয়ামের নিয়্যাত করে না, তার সিয়াম হবে না।’’
(সুনান আন-নাসাঈ: ২৩৩২)
.
নাবী (ﷺ) নিয়্যাত পড়তে বলেন নাই; নিয়্যাত করতে বলেছেন। নিয়্যাত করতে হয় অন্তর দিয়ে। নিয়্যাতের স্থান হল অন্তর কোনভাবেই মুখ নয়। নিয়্যাত করতে হয় পড়তে হয়না না।
.
এখন প্রশ্ন আসতে পারে নিয়্যাতের স্থান যে অন্তর মুখ নয় তার দলিল কি??
.
জবাব...
.
মানুষের অন্তর যা ভাবে, মানুষ অন্তরে যে সংকল্প করে, মানুষের অন্তরে যে ইচ্ছা থাকে সেটাই হল নিয়্যাত। অন্তরের সংকল্প,ভাবনা, ইচ্ছাটাই যে নিয়্যাত নিম্নে কোরআন ও হাদিস থেকে প্রমাণ দেওয়া হল!
.
আল্লহ বলেনঃ
.
لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ
এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তাঁর কাছে শুধু পৌছে তোমাদের (মনের) তাকওয়া।
.
সূরা আল হাজ্জ্ব (الحجّ), আয়াত: ৩৭
.
রসুল ( ﷺ ) বলেনঃ
.
‏ إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُم
.
নিশ্চয়ই আল্লহ তোমাদের বাহ্যিক চাল-চলন ও বিত্ত-বৈভবের প্রতি নযর করেন না; বরং তিনি নযর করেন তোমাদের অন্তর ও আমলের প্রতি।
.
সহীহ মুসলিম (ইফাঃ) ৬৩১১ ইফাঃ
.
এক ব্যাক্তি উঠ নিয়ে মরুভূমিতে চলছিল,তার সাথে ছিল শুকনো খাবার ও পানি! এক সময় ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল! ঘুম থেকে উঠে সে দেখল খাবার পানি নিয়ে তার উট হারিয়ে গিয়েছে!!
তখন সে কোন উপায় না দেখে মৃত্যুর প্রহর গুনছিল! এমন সময় suddenly তার উট টি তার সামনে চলে আসল!!
.
এভাবে হারানো উট পেয়ে সে আনন্দের আতিশয্যে বলে উঠল!

اللَّهُمَّ أَنْتَ عَبْدِي وَأَنَا رَبُّكَ ‏.‏ أَخْطَأَ مِنْ شِدَّةِ الْفَرَحِ
.
"হে আল্লহ! তুমি আমার বান্দা, আমি তোমার রব।" আনন্দের আতিশয্যে সে ভুল করে ফেলেছে।
.
সহিহ মুসলিম,হাদিস ৬৭০৮,ইফাঃ
.
এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি লোকটি এতই আনন্দিত হয়েছিল যে, সে খুশীর আতিশয্যে আল্লহর কাছে দোয়া করতে গিয়ে ""নিজেকে রব আর আল্লহকে বান্দা"" বলে ফেলে!!
.
এটা ছিল তার মুখের কথা, আর মনের কথা ছিল "আমি তোমার বান্দা তুমি আমার রব" । ভুলে সে এই কথা উল্টে ফেলে।
.
আল্লহ তার মুখের কথা না গ্রহন করে তার মনের কথা গ্রহন করেন বিধায় তাকে কোন শাস্তি দেওয়া হয়নি!
.
দিবালোকের মত এটা সুস্পষ্ট হল যে, মানুষ অন্তরে যেটা সংকল্প বা ইচ্ছা করে সেটাই হল নিয়্যাত।
অর্থাৎ নিয়্যাতের স্থান হল অন্তর। কোনভাবেই মুখ নয়।
.
কুরআন হাদিসে শত শত এমন উদাহরণ আছে যেখানে আমরা দেখতে পাই কুখ্যাত অধিকাংশ মুনাফিকই মুখে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দিয়ে কালিমা পড়েছিল! কিন্তু তাদের অন্তর তা স্বীকার করেনি! তাদের অন্তরএগুলো বিশ্বাস করেনি !
তাই আল্লহ তাদের এই শাহাদাহ্ গ্রহন করেননি! !
.
রসুল ( ﷺ ) বলেনঃ

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى

‘‘প্রত্যেক কাজ নিয়্যাতের উপর নির্ভরশীল আর মানুষ তাই পাবে, যা সে নিয়্যাত করবে।’’
.
(সহীহুল বুখারী: ১, ৫৪, ২৫২৯, ৬৬৮৯, ৬৯৫৩: সহিহ মুসলিম: ৪৮২১)
.
কাজেই সবার কাছে বিনীত অনুরোধ আজ থেকে মুখে উচ্চারণ করে বিদআতি নিয়্যাত পড়া বাদ দিয়ে কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নিয়তের স্থান অন্তরে নিয়্যাত করুন।
.
নিজের সিয়ামকে রক্ষা ও কবুলযোগ্য করুন। 

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...