Tuesday, May 7, 2019

সিয়াম রেখে মিথ্যা এবং অনর্থক কাজ করা যাবে কি

প্রশ্নঃ সিয়াম রেখে মিথ্যা এবং অনর্থক কাজ করা যাবে কি?

জবাবে বলা যায় যে, সিয়াম এসেছে সমস্ত অন্যায় পাপাচার, মিথ্যা, অনর্থক, অশালীন কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য যেন ঈমানদার বান্দারা তাকওয়াবান হতে পারে। যেমন,

আল্লহ তায়ালা বলেন,
হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সূরা বাকারা আয়াত ১৮৩)।

হাদীসে এসেছে, নবী কারীম (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি (সিয়ামরত অবস্থায়) মিথ্যা কথা বলা ও এর উপর ‘আমাল করা ছেড়ে না দেয়, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। (সহীহ বুখারী,, খন্ড নাম্বার ৩০,, পরিচ্ছেদ ৩০,, বুক অব সাওম,, হাদিস নাম্বার ১৯০৩, মিশকাত ১৯৯৯, আবু দাউদ ২৩৬২, তিরমিযী ৭০৭, ইবনে মাজাহ ১৬৮৯)।

অর্থাৎ সিয়াম রেখে গীবত, পরনিন্দা, মিথ্যা অপবাদ দেয়া, গালিগালাজ করা, কাউকে অভিশাপ দেয়া সবকিছুই নাজায়েজ এবং হারাম। যদি কেউ এহেন কাজ করে তবে তার জেনে রাখা উচিত যে, এমন ব্যক্তির সিয়াম আল্লহর কাছে গ্রহণযোগ্য নয়।

No comments:

Post a Comment

বাচ্চাদের প্রাথমিক রুকইয়াহ ও বিধিনিষেধ

প্রাথমিক রুকইয়াহ পদ্ধতিঃ  ১।   মানুষ ও জ্বীনের বদনজর ও জ্বীনের আছর থেকে হিফাযত ও শিফার নিয়তে - দুরুদে ইব্রাহিম, সুরা ফাতিহা, আয়াতুল কুরসি,...